MESSAGE FROM PRESIDENT

images

বাংলাদেশ পৌরসভা সমিতিম্যাব দেশের সকল পৌরসভার প্রতিনিধিত্বকারী একটি জাতীয় সংগঠন। ২০০৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকেই মাব পৌরবাসির জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ অবহিতকরণের পাশাপাশি পৌরবাসির সেবার মান উন্নয়নে কি পরিকল্পনা গ্রহণ করা যায় সে বিষয়ে সরকারকে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে আসছে। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরন, নাগরিক সমস্যা নিশ্চিতকরণে এবং পৌরসভার স্বার্থ সংরক্ষণে ম্যাব নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সময়ের চাহিদা অনুযায়ী সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশের সুযোগ সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত নগরায়নে দেশের সকল পৌরসভাসমূহের সংগঠন ম্যাব এর ভূমিকা অনস্বীকার্য। দ্রুত নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলায় আমাদের বর্তমান সরকার বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান এবং স্থানীয় সমস্যাদি চিহ্নিত করে সঠিক পরিকল্পনা গ্রহনে সরকারকে সহযোগিতা করায় কিছু আইন এবং বিধি প্রণয়নে ম্যাব অংশগ্রহণ করছে যা সত্যি প্রশংসার দাবি রাখে বলে আমি মনে করি।

 জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে নগর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পরিকল্পনা ফলপ্রসূ বাস্তবায়নেও ম্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও ম্যাব জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে পৌরসভাসমূহের উন্নয়নের জন্য দেশীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম নেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখছে।

আমি গর্বের সাথে উন্নয়ন সহযোগী বিশ্বের উন্নত উন্নয়নগামী দেশসমূহের মেয়র এবং নেতাদের বাংলাদেশে এসে আমাদের অভিজ্ঞতা বিনিময় করার জন্য আমার উষ্ণ আমন্ত্রণ জানাই। বাংলাদেশের নগর উন্নয়নে আগ্রহী সহযোগী বন্ধুদের সবিনয়ে জানাচ্ছি, এখানেই শেষ নয়। আমাদের নগর উন্নয়ন প্রচেষ্টা জাতীয় ভাবে চলমান কাঙ্খিত লক্ষে্য আমরা অবশ্যই পৌঁছাতে পারবো। 

পরিশেষে, আমি ম্যাব ইশতেহার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, যার জন্য আমি আপনাদের সব ধরনের সমর্থন সহযোগিতা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী!

একসাথে, আমরা আরো অনেক কাজ করতে পারবো!

ধন্যবাদ

 

 

দেওয়ান কামাল আহমেদ

প্রেসিডেন্ট, মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ

এবং

মেয়র, নীলফামারী পৌরসভা




Municipal Association of Bangladesh- MAB is a national organization representing all the Municipalities of Bangladesh. Since its inception in 2003, it has been briefing steps taken by the government to improve the quality of life of the citizens as well as providing necessary advice on various measures to be taken to improve the quality of service to the citizens. MAB is working tirelessly to strengthen the local government system of Bangladesh, ensure civic issues and protect the interests of the municipalities. MAB’s role in planned urbanization by utilizing the opportunities and potentials of the country through proper planning as per the needs of the time is undeniable. Our current government has a number of plans in place to address the problems posed by rapid urbanization. MAB is participating in the formulation of some laws and regulations for providing important advice in the implementation of these plans and assisting the government in adopting the right plan by identifying local problems which really deserves praise. 


MAB has also been playing roles in achieving the UN Sustainable Development Goals and in implementing effective plans and outcomes to improve the living standards of the urban poor. MAB is also continuing its efforts to coordinate with local and international organizations for the development of municipalities at the national policy-making level.

I am proud to extend a warm invitation to development partners and mayors and leaders of developed and developing countries of the world to come to Bangladesh and share our experiences. I am kindly informing the friends who are interested and collaborating in the urban development of Bangladesh, this is not the end.

Our urban development efforts are nationally ongoing and we surely can reach the desired goal.


Finally, I am committed to the implementation of the MAB Manifesto, for which I am confident of receiving all kinds of support and cooperation from you!


Together, we can do much more!


Thanks.


Dewan Kamal Ahmed

President, Municipal Association of MAB

and Mayor, Nilphamari Municipality